ব্রেক ফেল করে পিন্ডিগামী বাস খাদে পড়ে নিহত ২০
পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার কাহুটা থেকে রাওয়ালপিন্ডিগামী বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর ডনের।
রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসে ৩৫ জন যাত্রী ছিল। কোস্টারের ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ কাহুটার তহসিল সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই পুরুষ।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘দুঃখের এই মুহূর্তে আমার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছি।’
আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি ‘কাহুটায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত। আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য দান করুন।’
এর আগে পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
-দ্য ডন