Type to search

আন্তর্জাতিক

বিশ্বের ৭১ দেশে ছড়িয়েছে যুক্তরাজ্যের নতুন ধরণের ভাইরাস

নতুন বৈশিষ্টের কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশে এখন এই ভাইরাসে শনাক্ত মানুষ। করোনা ভাইরাসের নতুন ধরন আগের ভাইরাসের চেয়ে বেশি প্রভাব ফেলছে। যুক্তরাজ্য থেকে নতুন বৈশিষ্টের ভাইরাস ৭১টি দেশে ছড়িয়েছে, আর দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হওয়া ভাইরাস ছড়িয়েছে ৩১টি দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বুধবার (২৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবদনে নতুন বৈশিষ্টের কোভিড-১৯ ভাইরাস নিয়ে সংকটের কথাও বলেছে তারা।

স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে নতুন ভাইরাসের এই ধরন অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। গত ২৫ জানুয়ারি পর্যন্ত ৭১টি দেশে আক্রান্ত হয়েছে এই ভাইরাস।

গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন বৈশিষ্টের ভাইরাস নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন। তিনি বলেন, আগের ভাইরাসের চেয়ে আরও বেশি মৃত্যু হচ্ছে এই নতুন ধরণ ভাইরাসের।

তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত নয় স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, এমন সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণার দরকার রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হওয়া নতুন বৈশিষ্টের ভাইরাসে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩১ টি দেশ। শনাক্ত হওয়া দেশের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম কোভিড-১৯ অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এই ভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এরই মধ্যে আক্রান্ত হয়েছে নতুন বৈশিষ্টের ভাইরাস। এই নতুন ধরণের ভাইরাসেও প্রতিদিন যাচ্ছে বহু প্রাণ।

বিশ্বের অনেক দেশেই এখন কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এবং শুরু হয়েছে প্রয়োগের প্রক্রিয়া। দাবি করা হচ্ছে, উৎপাদিত করোনা ভ্যাকসিন নতুন বৈশিষ্টের ভাইরাস পরাস্ত করতেও সক্ষম; তবে এ নিয়ে বিভিন্ন মত দিয়েছেন বিশ্লেষকরা।

Translate »