বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা ভারতের
বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশার কথা জানিয়েছে ভারত। শুক্রবার (১৩ ডিসেম্বর) লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এস জয়শঙ্কর দুই দেশের মধ্যে ‘উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে ভালো অতীত রয়েছে’ বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের ভালো অতীত রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে।
এক প্রশ্নের জবাবে সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ জানিয়ে জয়শঙ্কর বলেন, আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। তার বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেবে।এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি গত ৯ ডিসেম্বর ঢাকা সফরে এসে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আকাঙ্ক্ষার কথা আমি তুলে ধরেছি। একই সময়ে, আমরা সাম্প্রতিক কিছু ঘটনা এবং বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমি সংখ্যালঘুদের সুরক্ষা ও কল্যাণ সম্পর্কিতসহ আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।
-ইত্তেফাক