Type to search

আন্তর্জাতিক

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের জনমিতি বদলে দিচ্ছে: মোদি

বাংলাদেশিরা ভারতের ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করে সেখানকার জনমিতি বদলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার ঝাড়খণ্ডের স্টিল সিটি হিসেবে পরিচিত জমশেদপুরে বিজেপির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি।

মোদি বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। রাজ্যের সাঁওতাল পরগনা ও কোলহান এলাকার জনমিতি বদলে যাচ্ছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, কথিত এই অনুপ্রবেশে সহায়তা করার জন্য ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দায়ী করেন মোদি। কংগ্রেসের সঙ্গে জোটবেঁধে চলতি বছরের শেষের দিকে নির্বাচনে অংশ নেবে দলটি।

ভাষণে মোদি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই দুই অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আদিবাসীদের সংখ্যা কমছে। অনুপ্রবেশকারীরা জমি দখল করছে, রাজ্যের নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং পঞ্চায়েতকে কব্জা করছে। ঝাড়খণ্ডের প্রত্যেক নাগরিক অনিরাপদ বোধ করছে।

প্রতিবেশী দেশের অনুপ্রবেশকারীরা রাজ্যের ক্ষমতাসীন দলের ওপর প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ তোলেন মোদি।

-পিটিআই

Translate »