Type to search

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো চিঠিতে রাইসিন বিষ, সন্দেহভাজন নারী আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো চিঠিতে রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়ার ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে।

ওয়াশিংটনে এফবিআইয়ের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, চিঠি পাঠানোর ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। আরও তদন্ত চলছে এ বিষয়ে।

আটককৃত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে কানাডার নাগরিক তিনি বলে নিশ্চিত করা হয়েছে।

এ দিকে কানাডার মাউন্টেড পুলিশ এক বিবৃতি বলেছে, ট্রাম্পের নামে পাঠানো বিষাক্ত চিঠির ঘটনায় তদন্তে সহায়তার জন্য এফবিআইয়ের কাছ থেকে অনুরোধ পেয়েছে তারা। সহায়তা করা হচ্ছে এ বিষয়ে এফবিআইকে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) বিবিসির খবরে বলা হয়,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই চিঠিটি তা জব্দ করা হয়েছে।

হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানোর যে কোনো চিঠি সেখানে পৌঁছে দেওয়ার আগেই পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা অফিস রয়েছে। সেখানেই ধরা পরে বিষয়টি। খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল।

ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই এই রাইসিন বিষ তৈরি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানান, রাইসিন এতোটাই মারাত্মক বিষাক্ত পদার্থ যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটাতে পারে। রাইসিন কোনোভাবে খেয়ে ফেললে, নিঃশ্বাসের সাথে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, বমি শুরু হয়। এরপর বিকল হতে থাকে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। কতটুকু পরিমাণ বিষাক্ত রাইসিন শরীরে প্রবেশ করেছে তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে। কোনো প্রতিষেধক নেই রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে।

Translate »