প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন জো বাইডেন
প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেন তিনি। সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয় এই প্রোগ্রামটি।
নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে জো বাইডেন লেখেন, আজ আমি করোনাভাইরাসের ভ্যাকসিন নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, আমি সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে কৃতজ্ঞ। আর কোনও চিন্তা নেই, আমার প্রিয় আমেরিকাবাসী। টিকা বাজারে এলেই আপনারা নিতে পারেন।
শুধু বাইডেন নয়, জর্জ বুশ, বিল ক্লিন্টন ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখনও এই ভ্যাকসিন নেননি। কবে এই ভ্যাকসিন নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানা যায়নি।