Type to search

Lead Story আন্তর্জাতিক

পারমাণবিক হামলা হলে কী ঘটবে চীন, রাশিয়া, উ. কোরিয়ায়!

মিত্রদের সমর্থন করার পাশাপাশি চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে বহুমুখী সংঘাতে কার্যত লিপ্ত যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের সঙ্গে এই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বাণিজ্য, অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধ। এই যুদ্ধ এরই মধ্যে পারমাণবিক যুদ্ধে রূপ নেয়ার আতঙ্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছেন। ফলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেয়া যায় না। এমন ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক ম্যাগাজিন বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। পারমাণবিক প্রযুক্তি বিষয়ক একজন প্রফেসর ও ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন একটি মানচিত্র ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দেখেছেন যদি উত্তর কোরিয়া, রাশিয়া বা চীনের রাজধানীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে কি প্রভাব পড়তে পারে তাতে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সবচেয়ে বড় যে অস্ত্র আছে তার নাম বি-৮৩। যদি এই অস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায় তাহলে যে ক্ষতি হতে পারে ম্যাপে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিউজউইকের বিশ্লেষণ অনুযায়ী, এই পারমাণবিক বোমা যেখানে ফেলানো হবে তার ১.৫৯ বর্গমাইল ব্যাসার্ধের এলাকায় চরম তাপমাত্রায় সবকিছু গলে বাষ্পীভূত হবে। এমন এলাকা ‘ফায়ারবল রেডিয়াস’ হিসেবে পরিচিত। বড় রকমের বিস্ফোরণে ৬৭.৭ বর্গমাইল ব্যাসার্ধের মধ্যে আবাসিক ভবনগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে। বিস্ফোরণস্থলের ২১১ বর্গমাইল এলাকায় যেসব মানুষ বসবাস করবেন তারা তৃতীয় ডিগ্রি পুড়ে যেতে পারেন। এর ফলে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলতে হতে পারে। উপরন্তু ৫৩৫ বর্গমাইল এলাকায়ও ক্ষতি হতে পারে। কাচের জানালা ভেঙে যেতে পারে। তাতে বহু মানুষ আহত হতে পারে।

নিউজউইকের মতে, এমন হামলা হলে পিয়ংইয়ংয়ে মারা যেতে পারেন ১৩ লাখ ২৭ হাজার ৮২৯ জন মানুষ। মারাত্মক আহত হতে পারেন ১১ লাখ ৫ হাজার ৬৬০ জন। রাশিয়ার মস্কোতে যেকোনো একদিনে বিস্ফোরণে মারা যেতে পারেন ১৩ লাখ ৭৪ হাজার ৮৪০ জন মানুষ। আহত হতে পারেন ৩৭ লাখ ৪৭ হাজার ২২০ জন মানুষ।  অন্যদিকে শুধু বেইজিংয়েই মারা যেতে পারেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৬০ জন মানুষ।

-নিউজউইক ম্যাগাজিন
Translate »