পবিত্র হজ আজ

স্বাস্থ্যবিধির নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থার মধ্যে সৌদি আরবে সীমিত পরিসরে গতকাল বুধবার এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পবিত্র হজ। করোনাভাইরাসের কারণে প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম সৌদি আরব সরকার হজে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ লাখ লাখ মুসলমান হজ করতে না পেরে গভীর মর্মপীড়ায় ভুগছেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় এবার দেখা গেছে অচেনা দৃশ্য। বিষাদের আবহেই শুরু হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
এ বছর ১০ হাজার হজযাত্রীর অনুমোদন থাকলেও বুধবার (২৯ জুলাই) মিনার মাঠে এক হাজার মুসলিম শুরু করেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। তাদের সবাই একত্রে কাটান মিনার খিমায় (তাঁবু)।
বুধবার (২৯ জুলাই) সারাদিনে তারা এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যান আরাফাতের ময়দানে। হজের মূল কার্যক্রম হলো আরাফার ময়দানই। থাকা-খাওয়াসহ এবারের হজে হাজিদের সৌদি আরব সরকার। হজের দ্বিতীয় দিন আরাফার ময়দানের খুতবা আরবিসহ ১০ ভাষায় অনূদিত হবে।
এবারের হজে অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ সৌদি নাগরিক ও ৭০ শতাংশ সৌদি প্রবাসী বিদেশি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রতি বছর কোরবানির ঈদের সময় ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে সৌদি আরবে পালন হয় ইসলাম ধর্মের অন্যতম ইবাদত পবিত্র হজ।
করোনা ভাইরাসের কারণে এবার অন্য দেশ থেকে কারও মক্কা গমনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তবে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক এই হজের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। শুরুতে মাত্র ১ হাজার লোক হজ পালন করবে বলে জানায় সৌদি আরব কর্তৃপক্ষ। তবে দেশটির গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, শেষ পর্যন্ত অংশগ্রহণকারীদের সংখ্যা তার দশ গুণে দাঁড়িয়েছে।