Type to search

আন্তর্জাতিক

নারীদের হিজাব পরা নিশ্চিত করতে কঠোর আইন হচ্ছে ইরানে

ইরানে নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আরও কঠোর আইন হচ্ছে। বিষয়টি পর্যালোচনা করে পরীক্ষামূলক বাস্তবায়ন নিয়ে একটি বিলে সমর্থন দিয়েছেন দেশটির বেশির ভাগ সংসদ সদস্য। সম্প্রতি পার্লামেন্টের একটি উন্মুক্ত অধিবেশনে হিজাব ও সতীত্ব বিলে ১৭৫ জন এমপি সমর্থন দিয়েছেন। এ ছাড়া ৪৯ জন এর বিপক্ষে ভোট দেন। খবর- বিবিসি।

এতে স্পষ্টত দেশটিতে নারীদের হিজাব পরা নিশ্চিতে আইন আরও কঠোর হচ্ছে। একই সঙ্গে যারা হিজাব পরেন না, এ বিল তাদের জন্য নতুন শাস্তির বিধান নিয়ে আসছে।

এদিকে ইরানের সংসদ এখন বিলটি তিন থেকে ৫ বছরের বিচার অনুমোদন করতে পারবে। তবে দেশের সবচেয়ে শক্তিশালী আইন সংস্থা কাউন্সিল অব গার্ডিয়ানসকে প্রথমে এটি অনুমোদন করতে হবে। কিন্তু সংবিধানের ৮৫  ধারার প্রয়োগ করে সংসদ সদস্যরা আইনটি পরিবর্তন করতে পারবেন। পরে এটি একটি স্থায়ী আইনে পরিণত হবে।

সংসদ সদস্য মোহাম্মদ রশিদী বলেন, কত দিনের জন্য এটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা উচিত তা এমপিদের ভোটে নির্ধারণ হবে।

তবে সংসদ সদস্য গোলাম রেজা নুরি-কেজেলজেহ সতর্ক করে বলেন, এই পদক্ষেপটি বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে যেহেতু বিলের বড় অংশই হিজাব আইন লঙ্ঘনের অপরাধে শাস্তির বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »