নাইজারে বন্দুকধারীর অতর্কিতে হামলা ৭৯ জনের মৃত্যু, আহত ১৭
নাইজারের দুই এলাকায় অতর্কিতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ৭৯ জনের মৃত্যু। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মালির সাথে নাইজারের পশ্চিম সীমান্তের কাছে টোম্বাংউ গ্রামে হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে, আহত ১৭ জন। অন্যদিকে আরেক গ্রাম জারোমদারেয়েতে ৩০ জন নিহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা সংবাদসংস্থা ডিপিএ’কে জানান, মাঙ্গেইজ প্রদেশের ওই ২ গ্রামে শনিবার হামলার ঘটনা ঘটেছে।
আলহাদা আরো জানান, ওই অঞ্চলে সুরক্ষার জন্য সেনা পাঠানো হয়েছে।
এদিকে ফ্রান্সও জানিয়েছে, শনিবার (২ ডিসেম্বর) হামলায় তাদের ২ সেনা নিহত হয়েছে।
আল জাজিরার এক রিপোর্টার বলেন, সেখানকার মানুষ ধারণা করছে হামলাকারীরা মালি থেকে সীমান্ত পেরিয়ে এসেছে। সং
নাইজারে এমন দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে যেদিন দেশটিতে প্রথম ধাপের ফল ঘোষণা করেছে রাষ্ট্রপতি নির্বাচনের।