দ্রুত ছড়াচ্ছে নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাস

নতুন এক ধরনের কোভিড-১৯ ভাইরাসের দেখা মিলেছে ইংল্যান্ডে। দেশটির বেশ কয়েকটি এলাকায় সেই ভাইরাস থেকে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঘটনা সামনে এসেছে।
ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যামক বলেন, ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি দেখছে। পাশাপাশি এই নতুন ধরনের ভাইরাস নিয়ে ব্রিটেনের বিজ্ঞানীরাও এই নতুন ধরনের ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছেন।
তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই নতুন করোনাভাইরাসের সংক্রমণের কবলে পড়েছেন হাজারেরও বেশি জনগণ। দক্ষিণ ইংল্যান্ডে ১ হাজারেরও বেশি মানুষ এই নতুন ধরনের ভাইরাস দ্বারা শনাক্ত হয়েছেন। স্থানীয় অন্তত ৬০টি এলাকায় শনাক্তের খোঁজ মিলেছে। লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা। সব হোটেল ও রেস্তোরা বন্ধ রাখা হয়েছে। পরিবারের সদস্য ছাড়া অন্যদের সাথে মেলামেশাও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।
একদিকে যখন টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে, তখন এভাবে নতুন ভাইরাস ছড়িয়ে পড়লে সমস্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ম্যাট এই ভাইরাসের মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করার কথা জানান। সেই সাথে যেহেতু টিকা দেওয়া শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি সংক্রমণ আটকানো প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ক্রিস হুইট্টি সকলকে আশ্বস্ত করে জানান, নতুন ধরনের এই ভাইরাসকে অবশ্য পুরনো ও চেনা পদ্ধতির পরীক্ষাতেই চিহ্নিত করা যাচ্ছে। সেই সাথে সকলকে আতঙ্কিত হতেও বারণ করেন তিনি। এই ভাইরাস বেশি ভয়ঙ্কর কিংবা এটা আরও বেশি সংক্রামক, এমন কিছু এখনই বলতে তিনি চাইছেন না। এবিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান ক্রিস।