দুর্নীতির দ্বায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১২ বছরের কারাদণ্ড ও ২১ কোটি রিঙ্গিত জরিমানা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ২১ কোটি রিঙ্গিত।
মঙ্গলবার (২৮ জুলাই) এই রায় ঘোষণা করেন মালয়েশিয়ার কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি।
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় এই দণ্ড দেওয়া হলো তাকে। এর আগে রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ আদালতে প্রমাণিত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাজিব রাজাক মানি লন্ডারিং, বিশ্বাস ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ ওয়ানএমডিবি কেলেঙ্কারির মাধ্যমে মূলত বৈশ্বিক জালিয়াতি এবং দেশটির দুর্নীতিতে সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে এসেছে বলে।
ওয়ানএমডিবি প্রকল্পের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নগদ অর্থ তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিলো। নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।