দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বৃহৎ বিমান দুর্ঘটনার শঙ্কা এবার
দক্ষিণ কোরিয়ার মাটিতে সম্ভবত সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী বিমান দুর্ঘটনার ঘটনা হতে যাচ্ছে এটি। এর আগে ২০০২ সালে ভয়াবহ যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেখানে ১২৯ জনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে এবার ১৮১ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন বাদে বাকি ১৭৯ জনেরই মৃত্যু হতে পারে।
২০১৩ সালে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছিলেন। বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ফ্লাইট নিরাপত্তা খুব ভালো যার ফলে এই ঘটনাটিকে অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। যদি মৃতের সংখ্যা নিশ্চিত হয়, তাহলে এটি হবে দক্ষিণ কোরিয়ার মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। জেজু এয়ারের ২০ বছরের ইতিহাসে একমাত্র ভয়াবহ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এই বিমান সংস্থাটি দেশটির সবচেয়ে জনপ্রিয় সংস্থা। মূলত দেশটির অভ্যন্তরীণ এবং এশিয়ার বিভিন্ন রুটে চলাচল করে জেজুর বিমান। এর আগে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিমান সংস্থার কোনো দুর্ঘটনার ইতিহাস নেই। তিনি নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।