তেলের দাম নিয়ে ভারতের অবস্থানকে স্বাগত জানাল রাশিয়া
রাশিয়ার তেলে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার কথা ঘোষণা করেছিল জি৭ ও তাদের সহযোগী দেশগুলো। তবে এই পদক্ষেপকে সমর্থন করেনি ভারত। আর ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এনিয়ে বিবৃতি দিয়েছেন। রাশিয়ায় থাকা ভারতের রাষ্ট্রদূত পবন কাপুরের সঙ্গে আলোচনা চলাকালীন তিনি এই মন্তব্য করেছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার তেলে প্রাইস ক্যাপ নিয়ে ভারত সমর্থন করেনি। এনিয়ে ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপ প্রধানমন্ত্রী। জি৭ ও তাদের সহযোগী দেশগুলো গত ৫ ডিসেম্বর এই বিষয়টি আরোপ করেছিল।
নোভাক জানিয়েছেন, আগের চুক্তি মোতাবেক শক্তি সংকটের দিনগুলোতেও রাশিয়া পূর্ব ও দক্ষিণের দেশগুলোতে শক্তি সম্পদ সরবরাহ করছে। এদিকে সেপ্টেম্বর মাসেও জি ৭ দেশগুলো রাশিয়া থেকে আমদানিকৃত তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছিল।
বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।
ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
এবিসিবি/এমআই