Type to search

আন্তর্জাতিক

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ৪৪ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ

অন্তত ৪৪টি যুদ্ধবিমান, চারটি যুদ্ধজাহাজ এবং দুটি ড্রোন তাইওয়ানের চারপাশে ঘিরে মহড়া দিয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন আরও বলা হয়েছে, ১৫ যুদ্ধবিমান ও দুটি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের চারটি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্বপ্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে।

এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুশিয়ারি উচ্চারণের জবাবে এ মন্তব্য করেছিলেন তিনি।

চু কুয়ো-চেঙ বলেছিলেন, তাইওয়ানের সামরিক বাহিনী যে কোনো চীনা আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে যেমনটি করার করা ঘোষণা দিয়েছে বেইজিং। তারা সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক আমরা সবসময় প্রস্তুত।

এবিসিবি/এমআই

Translate »