Type to search

আন্তর্জাতিক

তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলারের সামরিক সহযোগিতা দেবে আমেরিকা

তাইওয়ানকে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ কথা জানায়। খবর এএফপির।

হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি অনুযায়ী, তাইওয়ানকে সহযোগিতার অংশ হিসেবে মূলত সামরিক প্রশিক্ষণ বাবদ ৩৪ কোটি ৫০ লাখ ডলার খরচ করা হবে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ান ইস্যুসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ ইত্যাদি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মনোমালিন্য আছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিং সফর করেন।

১৯৭৯ সালে বেইজিংকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক স্বীকৃতি দিলেও দেশটি তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে।

এবিসিবি/এমআই

Translate »