Type to search

Lead Story আন্তর্জাতিক

জালিয়াতির অভিযোগ ওঠায় পদত্যাগ করলেন নেদারল্যান্ড সরকার

শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে নেদারল্যান্ড সরকার পদত্যাগ করলেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

জানা যায়, নেদারল্যান্ডের হাজার হাজার পরিবার শিশু কল্যাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে ভুগছেন আর্থিক সমস্যায়। এর মধ্যে অভিবাসী পরিবারগুলো বেশি সমস্যায় পড়েছেন।

এর আগে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের কাছে তার মন্ত্রীসভার পদত্যাগপত্র জমা দেবেন। তবে কখন এই পদত্যাগপত্র জমা দেবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

নেদারল্যান্ডের সরকারের পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও ২০০২ সালের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছিল দেশটির তৎকালীন সরকার।

Translate »