Type to search

আন্তর্জাতিক

জার্মানিতে ছুরি হামলা: রক্তমাখা পোশাক পরে এক ব্যক্তির আত্মসমর্পণ

জার্মানির পশ্চিম জোলিঙ্গেন শহরে এলোপাতাড়ি ছুরি হামলা চালানো এক দুর্বৃত্ত হামলার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে। গত শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে করা ওই হামলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। খবর বিবিসির।

প্রসিকিউটর এবং ডুসেলডর্ফ পুলিশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততার নিবিড় তদন্ত চলছে। প্রসিকিউটররা  ওই ব্যক্তি সন্ত্রাসী সংগঠনে যুক্ত আছেন কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন।

জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উৎসব চলাকালীন ওই হামলা হয়।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী হার্বার্ট রেউল বলেন, যে লোকটিকে এতদিন খুঁজছিলাম তাকে এইমাত্র হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে জার্মানির বিল্ড এবং স্পিগেল নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সন্দেহভাজন নোংরা রক্তমাখা পোশাক পরে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি।

এর আগে পুলিশ জানিয়েছিল, হামলার স্থানের কাছাকাছি এক শরণার্থী কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে। জার্মান মিডিয়া জানিয়েছে ওই ব্যক্তি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে সেখানে আশ্রয় নেন।

এছাড়া পুলিশ ১৫ বছর বয়সী এক কিশোরকেও গ্রেপ্তার করেছে। ওই কিশোর হামলার কথা আগে থেকেই জানত বলে অভিযোগ রয়েছে।

শনিবার ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর সঙ্গে সম্পর্কের কোনো প্রমাণ দেয়নি তারা।

Translate »