জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, যা বলল হামাস
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
প্রস্তাবটি ১৫৮টি দেশ সমর্থন করেছে এবং এতে গাজার নাগরিকদের জরুরি সেবা ও মানবিক সহায়তার দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের ক্ষুধা নীতির বিরোধিতা করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা এই আগ্রাসনের প্রতিটি পর্যায়ে যুদ্ধবিরতির লক্ষ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত বা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিল।
হামাসের দাবি, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার ফ্যাসিস্ট মন্ত্রীরা’ আন্তর্জাতিক উদ্যোগ এবং প্রস্তাবগুলোকে ধারাবাহিকভাবে উপেক্ষা করে গেছেন এবং মার্কিন প্রশাসনের সমর্থনে গাজায় নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান:
হামাস আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলো এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দখলদার ইসরাইলি সরকারকে এই প্রস্তাব বাস্তবায়নে চাপ প্রয়োগ করে।
ফিলিস্তিনি সংগঠনটি এ সময় জাতিসংঘের প্রতি সাধুবাদ জানিয়ে বলেছে, গাজায় ‘বর্বর গণহত্যা বন্ধে’ বিশ্ব বিবেকের প্রতিফলন ঘটিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।
যুদ্ধাপরাধের বিচার:
একই সঙ্গে হামাস আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে এবং ইসরাইলি নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব:
১. প্রস্তাবে গাজায় ‘তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি’ দাবি করা হয়েছে।
২. ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
৩. গাজায় অবরোধমুক্ত এলাকায় সাহায্যের প্রবেশাধিকারের ওপর জোর দেওয়া হয়েছে।
যদিও জাতিসংঘ সাধারণ পরিষদের এই প্রস্তাব ইসরাইলের জন্য আইনীভাবে বাধ্যতামূলক নয়। তবে এটি বিশ্বব্যাপী মতামতের প্রতিফলন ঘটায়। ইসরাইল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাসহ ৮টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
সূত্র: আল মায়াদিন