Type to search

আন্তর্জাতিক

ছুটির মধ্যে উপর্যুপরি গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যু

স্বাধীনতা দিবসের ছুটি ঘিরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়, বাল্টিমোরে এবং সবশেষ টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে পৃথক গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। খবর: রয়টার্স’র।

বছরের পর বছর ধরে আগ্নেয়াস্ত্রভিত্তিক সংঘাত যে যুক্তরাষ্ট্রজুড়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ৪ জুলাইয়ের ছুটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো।

সর্বশেষ সোমবার রাতের ঘটনায় টেক্সাসের ফোর্ট ওর্থে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় পৃথক ঘটনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গুলিবর্ষণে পাঁচজন নিহত হয় এবং দুজন আহত হয়। স্থানীয় পুলিশ জানায়, বুলেটপ্রুফ জ্যাকেট পরা এক ব্যক্তি অজ্ঞাত লোকজনের মাঝে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাঝে এক শিশু ও এক কিশোর রয়েছে।

এর আগের দিন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে প্রতিবেশীদের এক পার্টিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত ও ২৮ জন আহত হয়। আহতের অর্ধেকই শিশু।

এবিসিবি/এমআই

Translate »