Type to search

আন্তর্জাতিক

চীন সীমান্তে সামরিক মহড়ায় যাচ্ছে আমেরিকা-ভারত

ভারতের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারতের উত্তরাখণ্ডের আউলিতে ১০ হাজার ফুট উঁচু এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। খবর সিএনএনের।

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৯৫ কিলোমিটার দূরে আউলি অবস্থিত। এলএসি দুর্গম পাহাড়ি ভূখণ্ড, যেখানে ১৯৬২ সালের যুদ্ধের পর ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত চিহ্নিত করা হয়েছে। বার্ষিক যৌথ মহড়ার অংশ হিসেবে ‘যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অনুশীলন’ নামে পরিচিত ১৮তম এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০২০ সালের জুনে হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা ও ৪ চীনা সেনা নিহত হন। এরপর থেকে চীন ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে।

এবিসিবি/এমআই

Translate »