Type to search

Lead Story আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের প্রতি সি চিন পিংয়ের আহ্বান

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই করতে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বৃহস্পতিবার ট্রাম্পের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় চীনা প্রেসিডেন্ট এ আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন সি চিন পিং। বার্তায় তিনি বলেছেন, ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকলে চীন ও যুক্তরাষ্ট্র লাভবান হয়। আর দ্বন্দ্বমূলক সম্পর্কে উভয়ই ভোগান্তির শিকার হয়।

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক উভয় দেশের অভিন্ন স্বার্থকে রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন সি চিন পিং। তিনি মনে করেন, বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার সঙ্গেও সংগতিপূর্ণ।

ট্রাম্পকে পাঠানো বার্তায় চীনা নেতা আরও বলেন, বেইজিং ও ওয়াশিংটন পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, উভয় পক্ষের জন্য সমান লাভজনক সহযোগিতা নিশ্চিত করার মূলনীতিগুলো সমুন্নত রাখবে বলে আশা করছেন তিনি।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংলাপ, যোগাযোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন সি চিন পিং। একই সঙ্গে উভয় পক্ষের মধ্যকার মতপার্থক্যগুলো যথাযথভাবে সমাধান করার পক্ষ মত দেন তিনি। দুই দেশের জন্য সুবিধা বয়ে আনে, এমন সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারিত করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সি চিন পিং। তিনি মনে করেন, এতে উভয় দেশ তো বটেই, পুরো বিশ্বই উপকৃত হবে।
-এএফপি
Translate »