Type to search

আন্তর্জাতিক

চীন-ভারতকে পুতিনের ধন্যবাদ

সম্প্রতি ভাগনার বিদ্রোহের সময় রাশিয়ার পাশে থাকার জন্য চীন ও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে অংশ নিয়ে তিনি ধন্যবাদ জানান। ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ভাগনার গ্রুপের বিদ্রোহের পুতিন প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।  খবর- টাইমস অব ইন্ডিয়া।

সম্মেলনে পুতিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থিতিশীলতা ও সংহিতর প্রতি জোর দেন।

ভার্চ্যুয়াল এ সভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার জনগণ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ। ফলে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। আর ভাগনার বিদ্রোহের সময় ভারত ও চীন সমর্থন দেওয়া ধন্যবাদ।

সম্মেলনের মধ্যে দিয়ে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন প্রার্থনা কামনা করেন।

এসসিও সম্মেলন পুতিনের জন্য স্বস্তির খবর হলেও ভারত ও চীনের জন্য তা অগ্নি পরীক্ষার মতো। কারণ দেশ দুটির মধ্যে সীমানা বিরোধ নিয়ে প্রায় উত্তেজনা সৃষ্টি হয়, যা এসসিওকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক প্রকার হুমকিও বটে।

তবে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়নি। বরং সি চিন পিং যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বিস্তারের বিরুদ্ধে পুতিনের সঙ্গে সুর মিলিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »