Type to search

Lead Story আন্তর্জাতিক

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায়: বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন মাহমুদ আব্বাস

গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার জর্ডানে বাইডেন ও আব্বাসের বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু আল-আহলি নামক হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর বৈঠকটি বাতিল করে দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

গাজা উপত্যকায় এক হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হামাস সরকার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিরে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিল। সেইসঙ্গে ইসরায়েলি হামলার কারণে ঘরছাড়া লোকেরাও সেখানে আশ্রয় নেয়।

টানা ১২ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

এবিসিবি/এমআই

Translate »