Type to search

আন্তর্জাতিক

কোভিড-১৯ আক্রান্ত হলেন জো বাইডেনের সহযোগী রিচমন্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা কংগ্রেসের সদস্যসিড্রিক রিচমন্ড করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রিচমন্ডের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এই সংবাদ নিশ্চিত করেছে বাইডেনের ট্রানজিশন টিম।

জানা গেছে, গত মঙ্গলবারও জো বাইডেনের সাথে জর্জিয়া সফর করেছেন রিচমন্ড। এ বিষয়ে বাইডেনের ট্রানজিশন টিমের মুখপাত্র কেট বিডিংফিল্ড জানান, উন্মুক্ত স্থানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ছিলেন রিচমন্ড ও তিনি মাস্ক পরা ছিলেন।

এদিকে কেট বিডংফিল্ড আরো জানিয়েছেন যে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জো বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়েছিলো। তবে তার কোভিড-১৯ ফল নেগেটিভ এসেছে।

Translate »