ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-১৯ আক্রান্ত

করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার (২ আগস্ট) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অমিত শাহ অসুস্থ ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব চেয়ে আস্থাভাজন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি।
নিজের টুইটারে অমিত শাহ জানান, ‘করোনার প্রাথমিক লক্ষণগুলি পাওয়ার পরে আমি নমুনা পরীক্ষা করালাম। রবিবার (২ আগস্ট) ফলাফলে পজিটিভ এসেছে। আমি এখন সুস্থ্য আছি। তবে ডাক্তারের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ করছি- যারা গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, দয়া করে নিজেরা করোনা পরীক্ষা করুন এবং আইসোলেশনে থাকেন।’
এদিকে ভারতে করোনার শনাক্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড ছাড়াচ্ছে। রবিবার (২ আগস্ট) করোনা পজিটিভ মোট সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে এবং ৩৬৫০০ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৫৫ হাজার। গত ৩দিনে দেড় লাখের বেশি মানুষ শনাক্ত হয়েছে।
অমিত শাহ করোনা শনাক্ত হওয়ার খবর শুনে টুইটারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটারে তিনি জানান, ‘গৃহমন্ত্রী অমিত শাহজি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলাম। ঈশ্বরের কাছে দ্রুত আরোগ্য কামনা করি তার ।’
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কোভিড-১৯ ফলাফলে পজিটিভ এসেছে বলে জানতে পারলাম। তার দ্রুত আরোগ্য কামনা করি এবং তার পরিবারের জন্য প্রার্থনা কামনা করছি।’