কেমন হলো নরেন্দ্র মোদির মন্ত্রিসভা
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নরেন্দ্র মোদির জোট সরকারে মোট মন্ত্রী ৭২ জন। তাদের একজন প্রধানমন্ত্রী মোদি নিজে, বাকি ৭১ জনের মধ্যে ৩০ জন কেবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ৯টি। তাদের মধ্যে তিনজন সাবেক মুখ্যমন্ত্রী এবং একজন অভিনেতা থেকে রাজনীতিকে পরিণত হওয়া দক্ষিণের রাজ্য কেরালা থেকে নির্বাচিত বিজেপির প্রথম লোকসভা সদস্য সুরেশ গোপী। মন্ত্রীরা কে কোন দায়িত্ব পেলেন তা আজ মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তৃতীয় মেয়াদে মোদি একটি জোট সরকারের প্রধান হয়েছেন। ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তৃতীয় মেয়াদে এসে প্রথমবারের মতো একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দল হিসেবে মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা (অন্তত ২৭২ আসন) পেলেও এবার ৩২টি আসন কম পাওয়ায় জোটের শরিকদের ওপর নির্ভর করে তাদের সরকার গঠন করতে হয়েছে। রোববার শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে মোদি বলেছেন, এই মন্ত্রিসভা তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত, আমরা জনগণের জীবনমান উন্নয়নে সম্ভাব্য সবকিছু করব।
এদিকে মোদির মন্ত্রিসভায় এবার নারী মন্ত্রী মাত্র সাতজন। তাদের মধ্যে দু’জন কেবিনেট মন্ত্রী; তারা হলেন নির্মলা সীতারমণ ও ঝাড়খন্ডের কোডারমা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ অন্নপূর্ণা দেবী। এ ছাড়া মন্ত্রিপরিষদে রয়েছেন সাবিত্রী ঠাকুর, নিমুবেন বামভানিয়া, রক্ষা খারসে, শোভা কারান্দালাজে ও অনুপ্রিয়া প্যাটেল। গতবার মন্ত্রিপরিষদে ১০ জন নারী ছিলেন।
অন্যদিকে এবারের মন্ত্রিপরিষদে একজনও মুসলিমের স্থান হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচজন মন্ত্রী হলেও জোটের কোনো শরিক কোনো মুসলিমকে মন্ত্রী করেনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম মুসলিমবর্জিত হয়ে রইল। মোদির বিজেপিতে মুসলিমদের যে স্থান নেই, তা সর্বজনবিদিত।
এদিকে শপথ নেওয়ার পরের দিনই কৃষকদের জন্য ২০ হাজার কোটি টাকার অনুদান দিয়ে একটি ফাইলে সই করলেন মোদি। আর এর মধ্য দিয়ে সোমবার শপথ নেওয়ার পর প্রথম কোনো ফাইলে সই করলেন তিনি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার
এবিসিবি/এমআই