করোনা টেস্ট করছে রোবট

প্রাণঘাতী করোনার চিকিৎসা দিতে গিয়ে যথাযথ সুরক্ষা পোশাক যেমন পিপিই, মাস্ক, গ্লাভস পরে নেন চিকিৎসকরা। এতসব সাবধানতার পরও আক্রান্ত হয়েছেন বিশে^র অনেক চিকিৎসক। এই সমস্যা কিছুটা হলেও কমাতে এক অভিনব উপায় হতে পারে রোবটের ব্যবহার।
চিকিৎসকদের সহায়তায় এমন রোবট আবিষ্কার করেছেন মিশরের বিজ্ঞানী মাহমুদ এল-কোমি। এই রোবটের বৈশিষ্ট্য হচ্ছে, সে কোভিড টেস্ট করতে সাহায্য করবে, করোনা আক্রান্ত রোগীর জন্য সময়মতো ওষুধ সরবরাহ করবে। প্রয়োজনে ডাক্তারও ডেকে দেবে এই রোবট। শুধু তাই নয়, কেউ যদি মাস্ক না পরে থাকেন তো, এই রোবট ধমকও দেবে তাকে!
রীতিমতো চিকিৎসকের হেল্পার হয়ে উঠবে এই রোবট বলে সংবাদমাধ্যমকে জানান বিজ্ঞানী মাহমুদ এল-কোমি। রোবটটির নাম সিরা-০৩। এল কোমি জানান, ভাইরাসের সংক্রমণ কমাতে ও ছড়ানো রোধ করতে এটি সহায়ক হবে। অনেকটা মানুষের মুখের আদলে সিরা-০৩ এর অবয়ব তৈরি করা হয়েছে। আর আছে যান্ত্রিক দুটি হাত। এই দুই হাতে নমুনা পরীক্ষার জন্য রক্ত নেওয়া, এক্স-রে’র মতো কাজগুলো করতে পারবে।
এল কোমি জানান, আমি চেয়েছি সিরাকে কিছুটা হলেও মানুষের আদল দেওয়ার, যাতে করে রোগীরা ভয় না পান। মিশরের একটি বেসরকারি হাসপাতালে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। সেখানে রোগীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন এর কোমি। তিনি বলেন, রোগীরা রোবট দেখেও ভয় পাননি। বরং মানুষের চেয়ে যন্ত্র বা রোবট নির্ভুল কাজ করবে এই বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে ছিলেন তারা। সিএনএন