Type to search

আন্তর্জাতিক

করোনায় নাজাহেল ভারত, নতুন শনাক্তের রেকর্ড ৬৯ ৮৭৮

গত কয়েকদিন ধরেই ভারতে করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৮৭৮ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। ভারতে একদিনে এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ করোনন রোগী পজিটিভ সংখ্যা।

আজ শনিবার (২২ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন ৯৪৫ জন। ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে পজিটিভ হয়ে মারা গেছেন ৫৫ হাজার ৭৯৪ জন।

এছাড়া দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২২ লাখ ২২ হাজার মানুষ সুস্থ হয়েছেন। বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই সর্বাধিক করোনা পজিটিভ সংখ্যা ভারত।

Translate »