করোনার পর চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারির শঙ্কা
কোভিড-১৯ এর ভয়াবহতা এখনো ভুলতে পারেনি বিশ্ব। ঠিক এই সময়ে কোভিডের উৎপত্তিস্থল চীনে নতুন এক সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস (এইচএমপিভি)। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট বলছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে ক্রমেই।
সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, এই মেটানিউমো ভাইরাসই নয়, একই সময়ে ছড়িয়ে পড়েছে আরও বেশ কিছু ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাবও দেখা দিয়েছে একই সঙ্গে। চীনে জরুরি অবস্থা জারি করার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি দেশটি।
মেটানিউমো ভাইরাস সাধারণত ফ্লু-এর মতো লক্ষণ সৃষ্টি করে এবং কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখাতে পারে। শিশু হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং ‘সাদা ফুসফুস’ সংক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য কর্মকর্তারা নজরদারি জোরদার করছেন।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া সংক্রান্ত অজানা কারণ শনাক্ত করতে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। শীতকালে শ্বাসতন্ত্রজনিত রোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন ব্যবস্থা অজানা রোগের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে সহায়ক হবে।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন জানিয়েছে, নতুন সনাক্তকরণ পদ্ধতি পরীক্ষাগারগুলোকে রিপোর্ট করতে এবং রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে তা যাচাই ও মোকাবিলা করার সুযোগ দেবে। ডিসেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত, তীব্র শ্বাসতন্ত্র রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
উত্তর চীনের প্রদেশগুলোতে ১৪ বছরের কম বয়সীদের মধ্যে মেটানিউমো ভাইরাস সংক্রমণের হার বাড়ছে। একটি সাক্ষাৎকারে, একজন শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ জানান, হিউম্যান মেটানিউমো ভাইরাসের জন্য কোনো টিকা নেই এবং এর চিকিৎসায় অযথা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। চলমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি