Type to search

আন্তর্জাতিক

করোনাভাইরাস বিরোধী বিশাল মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক আটক

জার্মানিতে করোনাভাইরাস (কোভিড-১৯) বিরোধী বিশাল মিছিল হয়েছে। বিশাল মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আটক হয় শতাধিক।

কোভিড-১৯কে ‘বিল গেটসের ষড়যন্ত্র’ বলে গত শনিবার (১ আগস্ট) বার্লিনের রাস্তায় মিছিল করেন অন্তত ২০ হাজার মানুষ।

জার্মানির সংবাদ সংস্থা ডয়েচে ভেলের খবরে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকা সত্ত্বেও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে এই মিছিল হয়। ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ বিশাল মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়। এতে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এ সংঘর্ষ ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। ৩ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মিছিল থেকে ১৩০ জনকে আটক করেছে পুলিশ।

এক বিবৃতিতে বার্লিন পুলিশ জানায়, আয়োজকরা মোট ১ হাজার জনের সমাবেশের অনুমতি নিলেও সমাবেশে অংশ গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যায় ২০ হাজার।

Translate »