Type to search

আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তার বাড়িতে জামিন-অযোগ্য এই পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। খবর- আল-জাজিরা

ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনের কার্যক্রমের অবমাননা করেছেন বলে উল্লেখ করা হয়েছে পরোয়ানায়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গ্রেপ্তারি পরোয়ানার ছবি পোস্ট করে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার কপি ইমরান খানের লাহোরের বাড়িতে তার আইনি দলের এক সদস্য গ্রহণ করেছেন। ইমরান খানকে মঙ্গলবার নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হতে বলা হয়েছে। তিনি কমিশনে হাজিরা দিতে পারেন।

এর আগে ১১ জুলাই ইমরানের বিরুদ্ধে একদফা জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। তলব করার পরও তিনি নির্ধারিত সময়ে কমিশনের শুনানিতে হাজির হননি।

এবিসিবি/এমআই

Translate »