Type to search

আন্তর্জাতিক কমিউনিটি

আরও ১১৯ ভারতীয়কে পাঠাচ্ছে আমেরিকা, ভগবন্ত কেন দিল্লির ওপর ক্ষুব্ধ

অবৈধ অভিবাসী নীতিতে কড়াকড়ি অব্স্থানে ডোনাল ট্রাম্প। ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরত এসেছেন ১০৪ জন অভিবাসী। আজ রাতে নামবে আরেকটি বিমান। তবে দুটি বিমানই অবতরণ করবে পাঞ্জাবের অমৃতসরে। তা নিয়েই ক্ষোভ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

পাঞ্জাব প্রশাসনের প্রশ্ন, ভারতের অবৈধ অভিবাসীর বিমান কেন সব সময় পাঞ্জাবেই নামে? এর পেছনে দিল্লির বড় ধরনের ষড়যন্ত্র দেখছেন ভগবন্ত। তার অভিযোগ, দিল্লি ইচ্ছাকৃতভাবে ভারতের সামনে পাঞ্জাবকে ছোট করছে।

শনিবার রাত সাড়ে ১০টায়  অমৃতসরের বিমানবন্দরে অবৈধ অভিবাসীদের নিয়ে নামবে আমেরিকার আরেকটি বিমান। ওই বিমানে ভারতের ১১৯ অবৈধবাসী আছে। যাদের মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ক্ষোভ কেন বিমানটি পাঞ্জাবেই নামতে হবে! তার কথায়, ‘‘অবৈধ অভিবাসন শুধু পাঞ্জাবের সমস্যা নয়। এটা গোটা দেশের সমস্যা।’’

ভগবন্ত মান এখানে ষড়যন্ত্র দেখছেন, ‘কেন অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই নামছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না? আসলে এটা একটা চক্রান্ত। সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত। যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যান, এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে।’

মান জানিয়েছেন, অবৈধবাসীদের পাঠানো উচিত দিল্লি কিংবা অহমদাবাদে। সেখান থেকে পাঞ্জাবিদের সসম্মানে রাজ্যে নিয়ে আসবে পাঞ্জাব সরকার।

তবে তৃতীয় ধাপে আমেরিকা থেকে আসা অভিবাসীদের বিমানটি কবে নাগাদ আসতে পারে, তা এখনও জানে না ভারত। বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনও জানায়নি আমেরিকা।

-যুগান্তর

Translate »