যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্তত পাঁচটি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যুগান্তকারী প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির (এইউকেইউএস) অধীনে ২০৩০ সালে মধ্যে এসব সাবমেরিন কেনা হবে। মার্কিন চার সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।খবর আলজাজিরা, রয়টার্স
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, এইউকেইউএস চুক্তির অধীনে আগামী বছর কমপক্ষে একটি সাবমেরিন অস্ট্রেলিয়ান বন্দরে পৌঁছাবে। বাকিগুলো ২০৩০ সালের শেষের দিকে পৌঁছে যাবে।
এদিকে, ব্রিটিশি গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ার কাছে নিজেদের করা নকশার পারমাণবিক সাবমেরিন বিক্রি করতে সফল হয়েছে যুক্তরাজ্য। তবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এইউকেইউএসের পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজে আগামী সোমবার সান ডিয়েগোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
এবিসিবি/এমআই