Type to search

আন্তর্জাতিক

১৭ বছর বয়সেই মাদক নেওয়া শুরু করেন প্রিন্স হ্যারি

ব্রিটেনের প্রিন্স হ্যারি তার আত্মজীবনীতে রাজপরিবারের অনেক সদস্যের সমালোচনা করেছেন। সৎ মা, বড় ভাই এবং বাবার কথাও তুলে ধরেছেন। গতকাল মঙ্গলবার তার স্মৃতিকথামূলক আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার কথা। তার আত্মজীবনীর প্রকাশ উপলক্ষ্যে সতর্ক রাজপরিবার। প্রকাশের আগেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বইটির নানা তথ্য প্রকাশ করেছে। রাজপরিবার এসব নিয়ে গতকাল পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবার জানা গেল, প্রিন্স হ্যারির নিজের জীবনের কথা। হ্যারি লিখেছেন, ১৭ বছর বয়সেই তিনি কোকেন নেওয়া শুরু করেন এবং কুমারিত্ব হারান।

কিশোর বয়সে মাদক সেবন

১৭ বছর বয়সে কোকেন নিয়ে নিজের কুমারিত্ব হারানোর কথাও স্বীকার করেন প্রিন্স হ্যারি। হ্যারি ঐ বয়সের কথা স্মরণ করে লিখেছেন: ‘অবশ্যই। আমি এই সময় প্রায় কোকেন নিয়েছিলাম। কারো দেশের বাড়িতে, একটি গোলাগুলির সপ্তাহান্তে আমাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং আমি তখন থেকে আরো কিছু করেছি।’ তিনি আরো লিখেছেন, ‘এটি খুব মজার ছিল না। এটি আমাকে বিশেষভাবে খুশি করেনি।’ হ্যারি জানিয়েছেন, ২০২১ সালের এপ্রিলে প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যান। মার্কিন খ্যাতিমান উপস্থাপক অপরাহ উইনফ্রের সঙ্গে আলোচিত সাক্ষাত্কারের পর এটাই ছিল তার প্রথম ব্রিটেন সফর। সেই সময় আমাকে বড় ভাই উইলি (প্রিন্স উইলিয়াম) এবং বাবার সঙ্গে একটা গোপন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি আমার মতামত জানাতে চেষ্টা করেছিলাম। কিন্তু পুরোপুরি পারিনি। কারণ, আমি নার্ভাস ছিলাম। যা হোক, বৈঠক শুরু হলে দেখতেই পাই যে, বড় ভাই এবং বাবা আমার সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিয়ে এসেছেন।

  • তাজমহলের সামনে ছবি তোলায় মেগানকে নিষেধ

আত্মজীবনী স্পেয়ার এ হ্যারি লিখেছেন, ভারত সফরের আগে মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধ করেছিলেন। সেই কথা মনে করে এখনো হাসাহাসি করেন তারা। স্ত্রীর ওপর এমন বিধিনিষেধ কেন? হ্যারির দাবি, তিনি মা ডায়নার জন্যই মেগানকে নিষেধ করেছিলেন। ভারত সফরের সময় তাজমহলের সামনে বসে ছবি তুলেছিলেন ডায়না। লাল কোট পরা ডায়নার সেই বিখ্যাত ছবির কথা মাথায় রেখেই স্ত্রীকে নিষেধ করেন হ্যারি। তার আশঙ্কা ছিল, মেগান তাজমহলের সামনে ছবি তুললে সকলেই শাশুড়ি-বউমা তুলনা টানবেন। মা এবং স্ত্রীর তুলনা করুক কেউ এমনটা চান না বলেই মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধ করেছিলেন হ্যারি।

  • সম্পর্কের টানাপোড়েনে দুই রাজবধূ

মার্কিন অভিনেত্রী মেগানকে কি আদৌ রাজপরিবারের বউ হিসেবে মেনে নিয়েছিল ব্রিটিশ রাজপরিবার? নিজের বইতে অকপটে সম্পর্কের টানাপোড়েনের কথা লিখেছেন হ্যারি। তার স্ত্রীর প্রতি প্রিন্স উইলিয়াম এবং তার (উইলিয়াম) স্ত্রী কেটের মনোভাবের কড়া সমালোচনা করেছেন। হ্যারির অভিযোগ, মেগান সম্পর্কে বিবাহ বিচ্ছিন্ন হওয়া, অশ্বেতাঙ্গ, অভিনেত্রী—এই ধারণাগুলো থেকে বের হতে পারেননি তার বড় ভাই এবং ভাবি। মেগানের সামনে সবসময়ই অদৃশ্য এক দেওয়াল খাঁড়া করে রাখা হয়েছে। পরিবারে তার স্ত্রী মেগানকে আপন করে নেওয়া হয়নি বলেই মনে করেন হ্যারি। —সিএনএন ও ইন্ডিয়া টাইমস

এবিসিবি/এমআই

Translate »