সহিংস’ বক্তব্যের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তোলার পর তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল প্রতিবাদ ও বিক্ষোভ জানাচ্ছেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার রাতে আক্রমণাত্মক বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের একটি গ্রুপ ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
ফেসবুক জানায়, কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্রেটদের বিরুদ্ধে ট্রাম্পের একদল সমর্থক ‘ভোট জালিয়াতি’র অভিযোগ ও তুমুল প্রতিবাদ করতে শুরু করেন। তাদের আক্রমণাত্মক বক্তব্য ও ভিত্তিহীন দাবির প্রেক্ষিতে গ্রুপটি সরিয়ে ফেলা হয়েছে।
নির্বাচনের রাত থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভোট জালিয়াতি’র অভিযোগ করে আসছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে, ‘স্টপ দ্য স্টিল’ (চুরি বন্ধ করো) নামে একটি ফেসবুক গ্রুপ থেকে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের জন্য মাঠে নামা’র ডাক দেওয়া হয়। ওই গ্রুপে প্রতি ১০ সেকেন্ডে এক হাজার নতুন সদস্য যোগ দিচ্ছিলেন। এক দিনেই গ্রুপের সদস্য সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৬৫ হাজারেরও বেশি।
ফেসবুকের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা দেখেছি, নির্বাচনকে ঘিরে এই গ্রুপের কিছু সদস্য ডাক দিয়েছেন সহিংসতার, যা খুবই উদ্বেগজনক। নির্বাচন নিয়ে টানটান উত্তেজনার সময় ফেসবুক যে “ব্যতিক্রমী ব্যবস্থা” নিয়েছে, সামঞ্জস্যপূর্ণ সেটি।’
এদিকে, গ্রুপটি সরিয়ে ফেলায় ওই গ্রুপের সদস্যরা ফেসবুকের সমালোচনা করেছেন। তারা জানান, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করছিলেন। কয়েকজনের সহিংস আচরণ ঠেকানোর জন্য তারা চেষ্টাও করছিলেন। এ ছাড়াও, তাদেরকে কোনো সতর্কবার্তা দেয়নি ফেসবুক বলেও জানিয়েছেন ‘স্টপ দ্য স্টিল’ গ্রুপের সদস্যরা।
গ্রুপটির মুখপাত্র ক্রিস ব্যারন বলেন, রাজনৈতিক বিরোধীরাও নির্বাচনের চুরি ও এর প্রতিবাদে বিক্ষোভের জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু, তাদের ক্ষেত্রে মুখোমুখি হতে হয়নি এই সমস্যার।
নির্বাচনের রাত থেকেই রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করেন। সেসময় ফেসবুকে একদল ডোনাল্ড ট্রাম্প সমর্থকও নির্বাচনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ডেমোক্রেটরা রিপাবলিকানদের ভোট ‘বাতিল’ করছে বলেও তারা অভিযোগ করেন। তবে, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ‘স্টপ দ্য স্টিল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের অনেকেই ষড়যন্ত্রমূলক তত্ত্বগুলো পোস্ট করছেন।