Type to search

আন্তর্জাতিক

রুশদির হামলার নিন্দা করায় হত্যার হুমকি পেলেন রাউলিং

ফ্যান্টাসি বই সিরিজ ‘হ্যারি পটার’ এর জন্য সর্বাধিক পরিচিত লেখক জে কে রাউলিং। তিনি তার সহকর্মী ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার নিন্দা করেন। এরপরেই তিনি টুইটারে প্রাণনাশের হুমকি পেয়েছেন। খবর এনডিটিভির।

রুশদি ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি লেখার পর বছরের পর বছর ধরে ইসলামপন্থীদের মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছিলেন। হাদি মাতার নামে নিউ জার্সির এক ২৪ বছর বয়সী বাসিন্দা তাকে সম্প্রতি ছুরিকাঘাত করে। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক সে। পশ্চিম নিউইয়র্কের চৌতাউকা ইন্সটিটিউশনের একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে শুক্রবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে।

রাউলিং এর আগে ট্রান্সজেন্ডারদের সম্পর্কে তার মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। শুক্রবার ৭৫ বছর বয়সী রুশদির জীবনের ওপর হামলার আতঙ্ক প্রকাশ করে তিনি একটি টুইট শেয়ার করেছিলেন।

তিনি পোস্ট করেন, ‘ভয়ঙ্কর খবর, এই ঘটনায় খুবই অসুস্থ বোধ করছি। আশা করছি উনি ঠিক আছেন।’ তার এই টুইটের জবাবে জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। এরপর আপনার পালা।’

যে টুইটার থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসা করে বলা হয়- “ওই মানুষটার নাম হাদি মাতার। তিনি একজন বিপ্লবী শিয়া যোদ্ধা’।

টুইটার ব্যবহারকারীর এই প্রত্যুত্তরের স্ক্রিনশট নিয়ে লেখিকা জে কে রাউলিং টুইটার কর্তৃপক্ষকে ট্যাগ করে জানতে চান, ‘সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে কি?’

একই টুইটার থ্রেডে রাউলিং তার অনুসারীদের ধন্যবাদ জানান ও সর্বশেষ খবর জানান, পুলিশ তার বিষয়টি তদন্ত করছে।  রাউলিং ওই ব্যবহারকারীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন ও টুইটার সেটির জবাব দেয়, সেই স্ক্রিনশটও শেয়ার করেন রাউলিং।

এবিসিবি/এমআই

Translate »