Type to search

আন্তর্জাতিক

রাশিয়ার দাবি তাদের কোভিড-১৯ টিকা বেশি কার্যকর

রাশিয়ার তৈরি কোভিড-১৯ এর টিকা ‘স্পুতনিক-৫’ অক্সফোর্ড, ফাইজার ও মডার্নার চেয়েও বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজেদের টিকা ৯৫ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্পুতনিক-৫ টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ দাবি করেছে।

যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা ৭০ শতাংশ আবার সঠিক নিয়মে ডোজ প্রয়োগে ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রেজেনেকা।

এছাড়া মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান পার্টনার বায়োএনটেক দাবি করেছে নিজেদের টিকা কার্যকর ৯৫ শতাংশ। আবার আরেক মার্কিন কোম্পানি মডার্নার দাবি, তাদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।

রু‌শ স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্ত্ব গামালেয়া রিসার্চ সেন্টার ও রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তাদের বানানো কোভিড-১৯ টিকা স্পুতনিক-৫ এর প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পরে প্রাথমিকভাবে যা দেখা গেছে, তার ভিত্তিতেই টিকাটি কতটা কার্যকর হবে তার হিসাব করা হয়েছে। খরব স্পুতনিকের

বিবৃতিতে বলা হয়, প্রথম দফার তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল, স্পুতনিক-৫ টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৪ শতাংশ। এর ৪২ দিন পর টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগে কার্যকারিতা পাওয়া গেছে ৯৫ শতাংশেরও বেশি।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ৩য় ও চূড়ান্ত পর্যায়ের তথ্যাদির দ্বিতীয় অন্তর্বর্তী বিশ্লেষণই কার্যকারিতা হিসাবের মূল ভিত্তি। তবে কতজনের মধ্যে প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা জানায়নি।

Translate »