Type to search

আন্তর্জাতিক

রাশিয়ানরা মারিওপোলের মৃতদেহগুলো ময়লা-আবর্জনা মনে করছে: ইউক্রেন

ইউক্রেনের মারিওপোলের স্থানীয় এক কর্মকর্তা অভিযোগ করেছেন, রাশিয়ার দখলে থাকা  দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর মারিওপোলে রাশিয়ান গোলায় নিহত বেসামরিক নাগরিকদের মরদেহ মাটি খুঁড়ে তুলতে এবং পরিবহনে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।

টেলিগ্রামে এক পোস্টে মারিওপোল মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো বলেন, মরদেহগুলো মাটি খুঁড়ে বের করা হচ্ছে এবং ট্রাক্টরে করে মর্গে নেওয়া হচ্ছে। পরে সেসব মরদেহ থেকে কিছু মরদেহের গণকবর দেওয়া হচ্ছে।

সোমবার (২০ জুন) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া আপডেটে এই খবর প্রকাশ করা হয়। প্রসঙ্গত, শহরটি রাশিয়ান সেনাদের দখলে থাকায় মেয়র এবং তার উপদেষ্টা বর্তমানে শহরের বাইরে অবস্থান করছেন।

পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো দাবি করেন, মরদেহগুলোকে ময়লা-আবর্জনা হিসেবে বিবেচনা করা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। আল-জাজিরা তার এই দাবির ব্যাপারে স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি।

এবিসিবি/এমআই

Translate »