Type to search

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অন্ধ নারীকে ১১ লাখ ডলার ক্ষতিপূরণ দেবে উবার

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক অন্ধ নারীকে এগারো লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। লিসা ইরভিং নামের এই নারীর রাইড রিকুয়েস্ট ১৪ বারেরও বেশি প্রত্যাখ্যান করেছে উবার ড্রাইভাররা।

এতে করে অবৈধভাবে লিসার শারীরিক অবস্থার সুযোগ নিয়ে তার প্রতি বৈষম্য করা হয়েছে বলে মনে করেছেন বিচারক। তাই ওই নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে প্রকাশ, লিসা বলেছেন, অনেকসময় উবার ড্রাইভাররা তাকে আপত্তিজনক কথা বলে হয়রানি করেছেন। আবার তার গাইড কুকুর বার্নিকে গাড়িতে তুলতেও অনেকে অস্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ড্রাইভারদের প্রত্যাখ্যানের কারণে গভীর রাতে একাধিকবার আটকে গেছেন তিনি। এসময় তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা ছিল। বাতিল হওয়া রাইডগুলোর কারণে একাধিকবার কাজে যেতে দেরি হয় তার এবং তিনি বরখাস্তও হন।

উবার দাবি করেছিল, ড্রাইভারদের আচরণের কারণে কোম্পানি দায়ী নয়। কারণ উবারের ড্রাইভারের যতটা না কর্মচারী তারচেয়ে বেশি কন্ট্রাক্টর। তবে এ দাবি খারিজ হয়ে যায়।

Translate »