Type to search

আন্তর্জাতিক

মিয়ানমারে কোভিড-১৯ টিকাদানের পরিকল্পনায় নেই রোহিঙ্গা মুসলিমরা

রোহিঙ্গা-এবিসিবি নিউজ-abcb news

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিভিন্ন গোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে আশ্রয়শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের এ উদ্যোগে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তাদের নেই। এমনটাই জানিয়েছেন জান্তা নিযুক্ত স্থানীয় প্রশাসক খিউ লিউইন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

খিউ লিউইন রাখাইনের সিত্তে এলাকা থেকে জানান, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, সরকারি চাকুরিজীবী ও বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে ১০ হাজার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে এ কার্যক্রমে আশ্রয়শিবিরগুলোতে বসবাসরত মুসলমানদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।

এর মধ্য দিয়ে মূলত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য আরও প্রকট হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বলেন, তারা কেবল ওপরমহলের নির্দেশনা পালন করছেন। কত টিকা পাচ্ছি ও আমাদের কী নির্দেশনা দেওয়া হচ্ছে সেটির ওপর ভিত্তি করে অগ্রাধিকার তালিকা তৈরি হয়। এখন পর্যন্ত রোহিঙ্গাদের টিকাদানের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Translate »