Type to search

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বয়কট ইসরায়েল আন্দোলনের বিরুদ্ধে মামলা

বয়কট ইসরায়েল আন্দোলনের কারণে ৬০ লাখ রিঙ্গিত (১৩ লাখ ডলারের বেশি) ক্ষতি হয়েছে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ার। তাদের ব্যবসার ক্ষতির কারণ হিসেবে এই আন্দোলনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ মালয়েশিয়া ফিলিস্তিনিদের কট্টর সমর্থক। গাজায় ইসরায়েলের অভিযানের কারণে অন্যান্য মুসলিম দেশের মতো মালয়েশিয়ায় থাকা পশ্চিমা ফাস্ট-ফুড ব্র্যান্ডগুলো বয়কট আন্দোলনের লক্ষ্যবস্তু হয়েছে।
মালয়েশিয়া ম্যাকডোনাল্ডসের স্বত্বাধিকারী গেরবাং আলফ রেস্তোরাঁ এসডিএন বিএইচডি সামাজিক মাধ্যমে অন্যান্য ব্যবসায়ী ফ্রেঞ্চাইজির সঙ্গে ম্যাকডোনাল্ডসকে বয়কট, ডাইভেস্টমেন্ট ও স্যাংশন (বিডিএস) আন্দোলনে যুক্ত করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে। গাজায় গণহত্যা ও যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে সমর্থনকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বয়কট আন্দোলন চাঙ্গা হয়।
গেরবাং আলাফ রেস্তোরাঁর অভিযোগ, বিডিএস মালয়েশিয়া জনসাধারণকে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া বয়কট করার জন্য প্ররোচিত করেছিল। যার ফলে তাদের বিজনেস আউটলেটগুলো আগের তুলনায় কম সময় খোলা রাখতে হয়েছে। এতে করে মুনাফা কমে গেছে এবং কর্মী ছাঁটাই করতে হয়েছে।
ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা বিডিএস মালয়েশিয়ার বিরুদ্ধে তার ‘অধিকার ও স্বার্থ’ রক্ষার জন্য মামলা দায়ের করেছে। জবাবে বিডিএস মালয়েশিয়া জানিয়েছে, তারা ফাস্ট-ফুড কোম্পানির কোনোরকম মানহানি করেনি। বিষয়টি তারা আদালতে ছেড়ে দেবে।
বিডিএস আন্দোলনের লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক সমর্থন বন্ধ করা ও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়া। যেন তারা ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালাতে না পারে।
এবিসিবি/এমআই
Translate »