Type to search

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের রাস্তায় ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ

ভারতের উত্তর প্রদেশে আসন্ন ঈদ, অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তী উদযাপনের সময় রাস্তায় এ ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না, রাস্তায় যানজট এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজ্যের সমস্ত জেলা কমিশনারদের বাড়ির ভিতরে ধর্মীয় অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। কাউকে রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না।

মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ ও পুলিশের বিশেষ মহাপরিচালক (এসডিজিপি) প্রশান্ত কুমার এডিজি, ইন্সপেক্টর জেনারেল (আইজি), ডেপুটি আইজি, জেলা পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটদের মতো সমস্ত ফিল্ড অফিসারদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন।

প্রসাদ বলেছেন, ‘সমস্ত জেলা প্রশাসক নিশ্চিত করবেন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয়। কোনো অবস্থাতেই সড়ক ও যান চলাচল বন্ধ করে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। অতীতে আমরা যথাযথ যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এটি করতে সক্ষম হয়েছি। এ বছরও আমরা একই ধরনের প্রচেষ্টা চালাব।’

মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদমুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ

তিনি আরও জানান, সমস্ত জেলা প্রশাসকদের সোশ্যাল মিডিয়ায় তথ্য ভাগ করে নেওয়ার বিষয়ে সতর্ক হওয়া উচিত। জনসাধারণের অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো কিছু পোস্ট করা যাবে না। এছাড়াও, পূর্বানুমতি ব্যতীত ধর্মীয় শোভাযাত্রা অনুমোদিত হবে না।

প্রসাদ আরও বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। ঈদ-উল-ফিতর, অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তী একই দিনে ২২ এপ্রিল উদযাপিত হতে পারে। বর্তমান পরিবেশে পুলিশকে বাড়তি সতর্ক থাকতে হবে।’

পুলিশের বিশেষ মহাপরিচালক (এসডিজিপি) প্রশান্ত কুমার এডিজিপুলিশের বিশেষ মহাপরিচালক (এসডিজিপি) প্রশান্ত কুমার এডিজি

বিশেষ ডিজিপি প্রশান্ত কুমার রাজ্যে আইনশৃঙ্খলা জোরদার করতে ঘন ঘন পুলিশ টহলের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সন্দেহজনক কার্যকলাপের দিকে আমাদের নজর রাখতে হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিওগ্রাফি করা উচিত।’ পুলিশ মহাপরিচালক আর কে বিশ্বকর্মা আসন্ন উৎসবগুলোর জন্য জোনাল, রেঞ্জ ও জেলা প্রশাসকদের প্রস্তুতিও পর্যালোচনা করেছেন।

এবিসিবি/এমআই

Translate »