ফের উত্তাল ফ্রান্স, বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত

ফ্রান্স বিক্ষোভে ফের উত্তাল। দেশটিতে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিক্ষোভে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেধেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলা বিক্ষোভের ফলে এতে একধরনের বিপাকে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রো।
এছাড়া গতকালের বিক্ষোভে ‘ইয়েলো ভেস্টের’ প্রতিবাদকারীরাও রাস্তায় বেরিয়ে আসে।
এএফপি’র প্রতিবেদনে বলেছেন, বিক্ষোভে সুপার মার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং ঘটনা ঘটেছে একটি ব্যাংক ভাঙচুরের। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলেছেন, প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার জনগণ৷ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন জানান, এখন পর্যন্ত দেশজুড়ে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, বিক্ষোভের সময় আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সংবাদ সংস্থা আল-জাজিরা, রয়টার্স