Type to search

আন্তর্জাতিক

দুই কোটি আফগান তীব্র ক্ষুধার শঙ্কায়

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সংকট রেকর্ড আকার ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, দুই কোটি ২০ লাখ ৮০ হাজার আফগান নাগরিক তীব্র ক্ষুধার শঙ্কায় রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক যৌথ বিবৃতিতে এ তথ্য তুলে ধরে জাতিসংঘসহ বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কার্যক্রম (ডব্লিউএফপি)।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের অর্ধেকের বেশি জনগণ চরম খাদ্য সংকটে পরার শঙ্কায় আছে। দেশটির ২ কোটি ২০ লাখ ৮ হাজার মানুষ এই তালিকায় আছেন। আগামী নভেম্বরেই এই সংকট দেখা দিতে পারে।

এফএও ও ডব্লিউএফপি এর পক্ষ থেকে জানানো হয়, ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আফগানিস্তান। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে যুদ্ধ ও ক্ষমতার পালাবদলে সেখানকার অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে।

এবিসিবি/এমআই

Translate »