Type to search

আন্তর্জাতিক

জাতিসংঘ থেকে ফিরে কোভিড-১৯ আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর ছেলে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে তিনি করোনা শনাক্ত হন।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরো ২জন করোনাক্রান্ত হয়েছেন।
বলসনারোর ছেলে সে দেশের আইনপ্রণেতা এদুয়ার্দো বলসনারো (৩৭) ট্ইুটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পর কভিড-১৯ শনাক্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জায়ের বলসনারোর আগে নিউইয়র্ক যান।
এ দিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসনারো মাস্ক ছাড়াই্ অংশ নেন।  এ ছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।
ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সাথে নিয়ে বলসনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিজ্জা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন তিনি।
নিউইয়র্ক থেকে ফিরে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যান। কারণ স্বাস্থ্য মন্ত্রীর সংস্পর্শে তিনি এসেছিলেন।

এবিসিবি/এমআই
Translate »