Type to search

আন্তর্জাতিক

গুজরাট দাঙ্গা: প্রমাণের অভাবে মুক্তি পেল অভিযুক্ত আরও ২৭ জন

ভারতের বহুল আলোচিত গুজরাট দাঙ্গার ঘটনায় আরও ২৭ জনকে মুক্তি দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দাঙ্গার সময় খুন ও গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের গুরুতর অভিযোগ ছিল। কিন্তু আদালত প্রমাণের অভাব দেখিয়ে অভিযুক্তদের খালাস দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের পঞ্চমল জেলার একটি আদালত অভিযুক্ত ২৭ জনকে মামলা থেকে নিষ্কৃতি দিয়েছেন। ২০ বছর আগে সংঘটিত গুজরাট দাঙ্গা নিয়ে হওয়া বহু মামলার এখনও নিম্ন আদালতেই নিষ্পত্তি হয়নি। পঞ্চমল জেলার ওই মামলাটি তার একটি।

এর আগে গত বছরের ১৫ আগস্ট গুজরাট সরকার খুন ও গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেয়। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ভুক্তভোগী বিলকিস বানুসহ অন্যরা। গত সপ্তাহে সেই আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

খবরে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের এলাকায় সদলবলে হামলা, ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণধর্ষণ এবং বেশ কয়েকজনকে পুড়িয়ে মারার মতো ভয়াবহ অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু বিচারকের বক্তব্য, পুলিশের সাক্ষীদের বয়ানে বিস্তর গরমিল আছে। তদন্তেও অনেক ফাঁকফোকর রয়েছে। প্রমাণের অভাবে তিনি অভিযুক্তদের মামলা থেকে খালাস দিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »