গাজায় ইসরায়েলি গণহত্যা দেখছে না আমেরিকা

ছয়মাস ধরে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার। অথচ যুক্তরাষ্ট্র বলছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে- এর কোনো প্রমাণ নেই ওয়াশিংটনের কাছে। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের শুনানিতে এ কথা বলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি বলেন, ‘আমাদের কাছে গণহত্যার প্রমাণ নেই।’
সরকারি কার্যক্রম মূল্যায়ন করতে বসা সিনেটের বিশেষ অধিবেশনে আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন অস্টিনকে প্রশ্ন করে বলেন, ‘আপনি গণহত্যাকে অনুমোদন দিয়েছেন বলে বিক্ষোভকারীরা আপনাকে অভিযুক্ত করেছে, আপনি কি তাদের সেই অভিযোগের জবাব দিতে চান?’ এর জবাবে অস্টিন বলেন, ‘আমরা নিরাপত্তা সহায়তা দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে তার অঞ্চল এবং নিজ জনগণকে রক্ষা করতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, গত বছরের ৭ অক্টোবর যা ঘটেছে, তা চরম ভয়াবহ ছিল।’
ইসরায়েলকে সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি গাজায় ইসরায়েলের যুদ্ধে অস্ত্র ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে জড়িত বলে অভিযোগ রয়েছে। সূত্র: আলজাজিরা।
এবিসিবি/এমআই