উত্তপ্ত মণিপুর: সহিংসতায় বাবা-ছেলেসহ ৬ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতায় শনিবার ভোর থেকে গত ২৪ ঘণ্টায় ৬ জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় শনিবার দিনভর সংঘর্ষ চলে। এতে আরও অন্তত ২০ জন আহত হন। খবর- এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে এক পরিবারের বাবা ও ছেলে রয়েছেন। শনিবারে শুরু হওয়া সহিংসতা আজ রোববারও অব্যাহত ছিল।
কয়েক সপ্তাহ মোটামুটি শান্ত থাকার পর আবার নতুন করে সহিংসতা বাড়াতে উদ্বিগ্ন প্রশাসন। কেন্দ্র সরকারের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যে ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা।
সহিংসতা প্রতিরোধে দেশটির সেনাবাহিনী ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। গুলিতে আহত অন্তত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মণিপুরে সর্বশেষ এই জাতিগত সংঘাত শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল শনিবার। শনিবার দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্বের চেকন এলাকায় একটি বড় বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেয়। ইম্ফল পশ্চিম জেলার লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। গুলিও ছোড়ে তারা। বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় সারাদিন ধরে উভয় পক্ষ মর্টার ও গ্রেনেড হামলা চালিয়েছে। সেইসঙ্গে দিনভর চলেছে ভারি গোলাগুলি।স্থানীয় মেইতেই এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে। আগ্নেয়াস্ত্র লুণ্ঠিত অস্ত্রাগার থেকেই আসছে বলে মনে করা হচ্ছে।
জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী। সহিংসতাপূর্ণ এলাকায় প্রচুর পুলিশ এবং আধা সেনা মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে মধ্য এবং দক্ষিণ মণিপুরে পরিস্থিতি আবার প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও।
এবিসিবি/এমআই