ঈদের তারিখ ঘোষণা করলো যে সাত দেশ
মালয়েশিয়াসহ সাত দেশে ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশ গুলো হচ্ছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
এবিসিবি/এমআই